লন্ডন/ঢাকা:
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ছদ্মবেশে একাধিক নারীর কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, রায়ান নামে পরিচিত এই ব্যক্তি, যার আসল নাম মোহাম্মেদ সাইমন, ভিডিওকলে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ধীরে ধীরে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী ‘গোপন’ হিসেবে ঘটনাটি বিস্তারিতভাবে সংবাদমাধ্যমে জানিয়েছেন এবং একজন প্রতিনিধি বলেছেন তিনি শিগগিরই থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেবেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রায়ান প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠ আলাপ শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি নিয়মিত ভিডিওকল করতে শুরু করেন এবং ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি করেন। ভুক্তভোগীর অভিযোগ, রায়ান কখনও কখনও অশালীন ভিডিও ধারণেরও চেষ্টা করতেন।
সম্পর্কের কিছুদিন পর থেকেই রায়ান নানা অজুহাতে অর্থ দাবি করা শুরু করেন— যেমন যুক্তরাজ্যে লোন পরিশোধের প্রয়োজন, কর্মহীনতা, চিকিৎসা ব্যয় বা জরুরি আর্থিক সমস্যা। ভুক্তভোগীর দাবি, প্রতি মাসে তিনি রায়ানকে ৩ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত পাঠাতেন। টাকা পাঠানো হতো ‘মোহাম্মেদ সাইমন’ নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে, পাশাপাশি Wise, Western Union এবং অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট মাধ্যমেও লেনদেন চলত।
এক পর্যায়ে রায়ান বাংলাদেশে এসে ভুক্তভোগীর সঙ্গে সরাসরি দেখা করেন। তারা একদিন একটি হোটেলে অবস্থানও করেন বলে জানিয়েছেন ওই নারী। পরে তিনি বুঝতে পারেন, রায়ানের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আর্থিক সুবিধা আদায় করা।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রায়ান মাদকাসক্ত—এবং সেই আসক্তি পূরণের জন্যই তিনি বিভিন্ন নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগী জানিয়েছেন যে মোট প্রায় ১৩ জন নারী এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন — দেশে ও বিদেশে মিলিয়ে। এর মধ্যে প্রায় ৭ জন সরাসরি যোগাযোগ করেছেন এবং একই ধরনের প্রতারণার কথা জানিয়েছেন। ওই ৭ জনের মধ্যে একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি। অন্যান্য ভুক্তভোগীরাও দেশ-বিদেশে ছড়িয়ে আছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন,
“আমি প্রথমে তাকে বিশ্বাস করেছিলাম, কারণ সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে বুঝতে পারি সবই ছিল প্রতারণা। আমার কাছ থেকে টাকা নেওয়াই ছিল তার উদ্দেশ্য। আমি এখন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। আশা করি কেউ যেন আর এমন ফাঁদে না পড়ে।”
ভুক্তভোগী আরও জানিয়েছেন যে তিনি শ্রেণীভুক্ত, সম্মানিত ও অর্থসম্পদশালী পরিবারের সদস্য; পরিবারের মানহানির আশঙ্কায় প্রাথমিকভাবে পরিচয় গোপন রাখতে অনিচ্ছুক। তিনি বলেছেন পুলিশি পদক্ষেপ নেওয়ার পর প্রয়োজনীয় সময়ে তিনি পুনরায় সব কটি দফতরের সামনে বিস্তারিত ব্রিফ করবেন।
ভুক্তভোগী জানিয়েছে, তার কাছে ব্যাংক ট্রান্সফারের রসিদ, চ্যাট লগ, স্ক্রিনশট এবং ভিডিওকলের রেকর্ডসহ একাধিক প্রমাণ রয়েছে। তিনি একটি আন্তর্জাতিক IBAN নম্বরও উল্লেখ করেছেন: BE57967057430935।
আইনি নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ভুক্তভোগী এসব রশিদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করছেন না; বরং মামলা দাখিলের সময় থানা/সাইবার ক্রাইম ইউনিটে তা হস্তান্তর করবেন বলে জানান। তিনি শিগগিরই লিখিত অভিযোগ দাখিল করবেন এবং পুলিশি পদক্ষেপের প্রেক্ষিতে পরবর্তী বিবৃতিতে আরও তথ্য প্রকাশ করবেন।
ভুক্তভোগীর অভিযোগে বলা হয়েছে, রায়ানের আসল নাম মোহাম্মেদ সাইমন, এবং তিনি বিভিন্ন সময়ে একাধিক ছদ্মনাম ব্যবহার করেছেন—এর মধ্যে “রায়ান আহমেদ” সবচেয়ে বেশি ব্যবহৃত। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের উপস্থিতি হিসেবে সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী:
🔹 TikTok: @mrquiett
🔹 Facebook: Rayan Ahmed (নামের একাধিক প্রোফাইল থাকতে পারে)
এই রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পেলে তা পরবর্তী আপডেটে সংযোজন করা হবে।
ভুক্তভোগী জানিয়েছেন স্থানীয় থানা ও সাইবার ক্রাইম ইউনিট “খুব দ্রুত” আইনি পদক্ষেপ নেবে বলে তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন। পুলিশের পদক্ষেপ নেওয়ার পর ভুক্তভোগী আবারও গণমাধ্যমকে ব্রিফ করবেন এবং প্রয়োজনে অতিরিক্ত প্রমাণ ও তথ্য প্রকাশ করবেন।
প্রতারণার অভিযোগ গুরুতর—তাই তদন্তের স্বার্থে সংবাদমাধ্যম হিসেবে আমরা রিপোর্টে সব তথ্যকে ‘অভিযোগ’ হিসেবে উপস্থাপন করছি এবং অভিযুক্তের মন্তব্য না পাওয়া পর্যন্ত তাঁকে দোষী আখ্যা দিচ্ছি না।
আইন ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শ সংক্ষেপে—
অনলাইনে কারো সঙ্গে আর্থিক লেনদেনের আগে পরিচয় যাচাই করুন;
লাইভ ভিডিওকলে দেখা নিশ্চিত করুন এবং সব চ্যাট-ও লেনদেনের রশিদ সংরক্ষণ করুন;
সন্দেহ হলে পরিবারের সদস্য বা আইনজীবীর সঙ্গে পরামর্শ নিন;
প্রয়োজনে বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটে রিপোর্ট করুন।
(Probash Bangla News Desk)
📧 contact@probashbanglanews.com | 🌐 www.probashbanglanews.com
📱 Follow us on Facebook, Instagram, TikTok & X for the latest updates.